Sunday, October 3, 2021

গর্তে পড়ে যাওয়া হাতিকে কোনোক্রমে উদ্ধার করল বন দপ্তর

গর্তে পড়ে যাওয়া হাতিকে কোনোক্রমে উদ্ধার করল বন দপ্তর


পশু বসুন্ধরা, 04/10/2021 : রাতভর চেষ্টা করে ওড়িশার ময়ূরভঞ্জ অরণ্যের কাছে গড়তে পড়ে যাওয়া একটি হাতিকে উদ্ধার করল বন দপ্তর।

গত শনিবার রাতে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাংরিপোসি রেঞ্জের কাছে টেম্বাটোলা গ্রামে ঢুকে পড়েছিল বেশ কয়েকটি বুনো হাতির একটি দল। হাতির পাল গ্রামে ঢুকতেই ভয়ে পালাতে শুরু করে গ্রামবাসীরা। হাতির ভয়ে বিনিদ্র রাত্রি যাপন করে গ্রামবাসীরা।


মধ্যরাতের দিকে কিছু গ্রামবাসী হাতি খেদানোর জন্য হাতিদের তাড়া করে। সেই সময় অল্প বয়সী একটি হাতি একটি গর্তে পড়ে যায় এবং ব্যাপক চীৎকার করতে থাকে। সে নিজেও গর্ত থেকে উঠে পড়ার নানান চেষ্টা করতে থাকে কিন্তু ব্যর্থ হয়। 

এরপর খবর যায় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা এসে হাতিটিকে উদ্ধারের কাজে হাত লাগান। দুরে দাঁড়িয়ে থেকে হাতিদের বাকি দলটি সঙ্গীর জন্যে অপেক্ষা করতে থাকে। 

ঘটনাস্থলে নিয়ে আসা হয় জেসিবি মেশিন। জ্বালানো হয় বড় বড় আলো। এরপর রাতভর প্রচেষ্টার পর গর্তে পড়ে যাওয়া হাতিটিকে অক্ষত্দেহে উদ্ধার করেন বনকর্মীরা।

Tuesday, August 31, 2021

অরণ্যে চরম খাদ্য সঙ্কটে বিলুপ্তপ্রায় ম্যাকক বানর

অরণ্যে চরম খাদ্য সঙ্কটে বিলুপ্তপ্রায় ম্যাকক বানর


পশু বসুন্ধরা, 01/09/2021 : ভারতের পশ্চিমঘাট পর্বতে রীতিমত অনাহারে দিন কাটাচ্ছে বিলুপ্তপ্রায় ম্যাকক (সিংহের মত লেজযুক্ত) বানরের দল। একটু খাবারের জন্যে তাদের নির্ভর করতে হচ্ছে পর্যটকদের জন্যে।

কর্নাটকের শিবমগ্গা অঞ্চলে রেন ফরেস্টে বসবাস করে ম্যাকক প্রজাতির বানর (Lion tailed macaque)।  এরা স্থানীয় গাছের ছায়ায় থাকতে ভালবাসে। কিন্তু দিনকেদিন অরণ্যের পরিধি এবং স্থানীয় গাছের সংখ্যা কমে যাওয়ায় এই প্রজাতির বানর চরম বিপদে পড়েছে। অরণ্যের মধ্যে তারা একেবারেই খাবার পাচ্ছে না। তাই অরণ্যের মধ্যে দিয়ে যাওয়া রাস্তাগুলিতে তাদেরকে ভীড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই এলাকায় রাস্তায় বেশ কিছু হেয়ার পিন বেন্ড রয়েছে। সেখানে গাড়িগুলির গতিবেগ কমে যায়। পর্যটকেরা কিছু খাবার ছুঁড়ে দিলে সেই খাবার খেয়েই পেট ভরাতে হয় ঐ বানরদের। 


শিবমগ্গার অরণ্যে পশুদের এমন করুন অবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পরিবেশবীদরা। এই প্রজাতির বানর এমনিতেই বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছে। অরণ্যের পরিধি ছোট হতে শুরু করায় খাদ্যের ব্যাপক অভাব দেখা দিয়েছে। যে স্থানীয় গাছের ছাওয়ায় এই প্রজাতির বানর  বসবাস করতে ভালবাসে, সেই ধরনের গাছ ব্যাপক হারে কেটে নেওয়া হয়েছে। পরিবার্তে সরকার বাবলা ও অন্যান্য গাছ সেখানে লাগিয়েছে। 

তাছাড়া এই প্রজাতির বানর খুব বেশি হিংস্র নয়, বরং একটু লাজুক প্রকৃতির। তবে বর্তমানে এরা চরম বিপদে দিন কাটাচ্ছে। পেট ভরানোর জন্যে পর্যটকদের ছুঁড়ে দেওয়া চিপসএর প্যাকেটের ওপর নির্ভর করতে হচ্ছে। তার ওপর রাজ্য সরকার ঐ এলাকায় পর্যটকদের গাড়ি না থামানোর নির্দেশ দিয়েছে। কিন্তু বানরদের জন্যে পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে পারে নি। তাই চরম খাদ্য সঙ্কটে ভুগছে ম্যাকক বানররা।

Tuesday, August 17, 2021

বাড়িতে পোষ্য নিয়ে এলে দায় দায়িত্ব বুঝে নিন

বাড়িতে পোষ্য নিয়ে এলে দায় দায়িত্ব বুঝে নিন


পশু বসুন্ধরা, 18/08/2021 : বাড়িতে পোষ্য আনতে পারলে সকলেরই ভাল লাগে। পরিবারে পোষ্যের উপস্থিতি মন ভাল রাখে। কিন্তু পোষ্যকে শুধু পরিবারের মাঝে আনলেই চলবে না। নিতে হবে যথাযথ দায় দায়িত্ব। তাকে প্রথম দিন থেকেই পরিবারের অন্যতম সদস্য হিসেবে প্রাধান্য দিতে হবে। তবেই পোষ্যটির উপস্থিতি উপভোগ্য হয়ে উঠবে।

কি কি ধরনের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে ?

প্রথমত, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় তাকে দিতে হবে।আজকের দিনে মানুষ অনেক বেশি কর্মব্যস্ত। অনেকেই মোবাইল ফোনে দিনের অনেকটা সময় কাটান। আপনার পোষ্য কিন্তু আপনার সঙ্গ চাইবেই। কারন সে আপনাকে নি:স্বার্থ ভালবাসে। তাই উচিত হবে দিনের কোনো একতা সময় আপনার পোষ্যকে দেওয়া। তার সাথে সময় কাটানো, তার সাথে খেলা করা। বাড়ির কোনো একটি বিশেষ প্রান্তে তাকে নিয়ে চলে যেতে পারেন।

দ্বিতীয়ত, আপনাকে নজর দিতে হবে যাতে ছোট থেকেই আপনার পোষ্য ভালোভাবে বেড়ে উঠতে পারে। তার জন্য যেমন সুষম খাদ্যের ডায়েট দরকার, তেমন দরকার তার ব্যায়াম। দৌড় ঝাঁপ, লাফালাফি ইত্যাদির মাধ্যমেই তার ব্যায়াম করা হয়ে যায়। আপনাকে লক্ষ্য রাখতে হবে তার ব্যায়াম প্রতিদিন হচ্ছে কিনা। এর পাশাপাশি তার সুষম খাদ্য বা ডায়েটের দিকেও নজর রাখতে হবে। এই বিষয়টা সম্পর্কে একজন পশু চিকিত্সকের থেকে পরামর্শ গ্রহণ করাই উচিত হবে। পোষ্যের নিয়মিত ভ্যাকসিন এবং অন্যান্য ওষুধপত্র দিতে হবে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ।


তৃতীয়ত, আপনার পোষ্য আপনাকে 100% বিশ্বাস করে যে আপনি তার পুরো নিরাপত্তার ব্যাবস্থা করেছেন। আপনার পোষ্যকে নিরাপদ জায়গায় রাখুন, যাতে সে নিরাপদ থাকে। তার ধারে কাছে এমন কিছু জিনিস রাখবেন না, যা থেকে তার ক্ষতি হতে পারে। এমন কিছু বিষাক্ত দ্রব্যও রাখবেন না যা সে খেয়ে ফেলতে পারে।

চতুর্থত, আপনার পোষ্যকে এমন শাসন করবেন না যা তার মনোবল নষ্ট করে দিতে পারে। আপনার পোষ্যকে এমনভাবে বকাবকি করতে পারেন, যাতে সে তার দশ বা ভুল বুঝতে পারে। অযথা তাকে প্রহার করবেন না বা কঠোর শাস্তি দেবেন না। আপনার পোষ্য আপনার সঙ্গ চায়, তাই তাকে একা একা বারান্দা বা ছাদে বেঁধে রেখে দেবেন না বেশিক্ষনের জন্যে।

পঞ্চমত:, সাধারণত কুকুরদের ক্ষেত্রে 3 থেকে 5 মাসের মধ্যেই ট্রেনিং দেওয়া হয়। আপনার পোষ্যকে অবশ্যই ট্রেনিং দেবেন। তাতে সারাজীবন তার সঙ্গ অনেক বেশি এবং ভালোভাবে উপভোগ করতে পারবেন। শুধু তাই নয় বেড়াতে বেরিয়ে তাকে অন্যান্য প্রজাতির কুকুরদের সাথে মিশ্টে দিয়ে সোশ্যাল করে তোলা উচিত হবে।


যখন আপনি আপনার পোষ্যকে নিয়ে বেড়াতে যাবেন, তখন সঙ্গে একটি প্লাস্টিকের প্যাকেট, ট্রে বা পুরোন খবরের কাগজ রাখতে পারলে ভাল হয়। বাইরে বের হলে আপনার পোষ্য মলত্যাগ করবেই। সেই মল প্যাকেটের মধ্যে তুলে ফেলে ডাস্ট বিনে ফেলে দিলে পরিবেশও পরিস্কার থাকবে।

পরিশেষে বলা যায়, আপনার পোষ্য সবথেকে বেশি যে জিনিসটা আপনার থেকে চায়, সেটা হল ভালবাসা। সে আপনাকে নিখাদ ভালবাসা দেয়, পরিবর্তে সেই রকম নিখাদ ভালবাসাই প্রত্যাশা করে। যখন সে কোনো নির্দেশ নির্ভুলভাবে পালন করবে হালকাভাবে তার পিঠ চাবরে উইশ করে দিন। মাঝে মাঝে তার মাথায়, ঘাড়ে এবং পেটের নিচে হাত বুলিয়ে আদর করে দিন। কুকুররা কানে আদর খেতে সবচেয়ে বেশি ভালবাসে।

দাবানলে নিহত 60 হাজার কোয়ালা

দাবানলে নিহত 60 হাজার কোয়ালা


পশু বসুন্ধরা, 18/08/2021 : অষ্ট্রেলিয়ার ঝোপ জঙ্গল দাবানলের কবলে পড়ে অন্তত 60 হাজার কোয়ালার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডাবলু ডাবলু এফ। 

অষ্ট্রেলিয়ায় শুকনো ঝোপ জঙ্গলে আগুন লেগে ধিকি ধিকি দাবানল ছড়িয়েছে বহুদূর পর্যন্ত। অন্ততপক্ষে অষ্ট্রেলিয়ার প্রায় আড়াই কোটি হেক্টর জমির জঙ্গল নষ্ট হয়ে গিয়েছে। মাইলের পর মাইল জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এত বড় বিপর্যয়কে অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ব্ল্যাক সামার নামে ভূষিত করেছেন। 


এই দাবানলে বিভিন্ন প্রজাতির অসংখ্য প্রাণীর মৃত্যু হয়েছে। 33 জন মানুষের মৃত্যু হয়েছে। অন্ততপক্ষে 60 হাজার কোয়ালার মৃত্যু হয়েছে। বহু কোয়ালা উদ্ভ্রান্তের মত বিভিন্ন শহরের পথে পথে ঘুরে বেড়াচ্ছে। দীর্ঘদিন ধরেই অষ্ট্রেলিয়ায় কোয়ালাদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছিল। দেশে বন কেটে চাষের জমি বৃদ্ধি পাচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে। শহর গড়ে উঠছে। যার ফলে এমনিতেই কমে আসছিল নিরীহ কোয়ালাদের সংখ্যা। তার মধ্যেই ব্ল্যাক সামার সংখ্যায় অনেকটাই কমিয়ে দিল তাদের। এরপর অতি বিরল তালিকায় না চলে যায় কোয়ালা ।

Saturday, August 7, 2021

পথ পশুদের উত্যক্ত করা বন্ধ হোক : AWBI

পথ পশুদের উত্যক্ত করা বন্ধ হোক : AWBI


পশু বসুন্ধরা, 07/08/2021 : আমাদের দেধে পথ সারমেয় সহ অন্যান্য পশুদের ওপর নিষ্ঠুরতা বন্ধ করতে ফের একবার সাধারন মানুষকে সচেষ্ট হওয়ার আহ্বান জানাল Animal Welfare Board Of India. এই ব্যাপারে বিভিন্ন রাজ্যগুলির কি কি করণীয় আছে, সেই বিষয়েও এক গুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছে এই সংস্থা।

আমাদের দেশে পথে বসবাসকারী কুকুর, বেড়াল এমনকি বাঁদরের ওপরেও যখন তখন অত্যাচার চালায় এক শ্রেণীর মানুষ। পশু প্রেমীরা এই পশুদের খাবার দিতে গেলেও আক্রান্ত হতে থাকেন। এই অত্যাচার বন্ধ করতে কিছুদিন আগেই দেশের সর্বোচ্য আদালত তাদের রায়ে জানিয়েছে পথে বসবাসকারী সব পশুদের খাওয়ার অধিকার আছে। জে কেউ তাদের খাবার দিতে পারে। তবে দেখতে হবে সেই খাবার দিতে গিয়ে সমাজের কেউ যেন সমস্যায় না পড়েন বা কোনো জায়গা যেন নোংরা করা না হয়।

পথ কুকুরদের ওপর অত্যাচার ও নিষ্ঠুরতা বন্ধ করতে Animal Welfare Board Of India আজ একটি নির্দেশিকা জারি করে রাজ্যগুলিকে পাঠিয়ে দিয়েছে। এই নির্দেশিকায় অনেক বেশি করে সচেতনতা শিবির আয়োজন করার কথা বলা হয়েছে। এবং সচেতনতা শুরু করতে হবে তৃণমূল স্তর থেকেই, এমনটা বলা হয়েছে। এ জন্য রাজ্য সরকারের ভারপ্রাপ্ত আধিকারিকদের বিশেষ ট্রেনিং দেওয়ার ব্যাবস্থাও করা হবে বলে জানা গিয়েছে।

Monday, August 2, 2021

অন্ধ্রে 300 পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ

অন্ধ্রে 300 পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ


পশু বসুন্ধরা, 02/08/2021 : পশুদের ওপর নির্মম অত্যাচারের আরও একটি নিদর্শন সামনে এল। একটি পশুপ্রেমী সংগঠন অভিযোগ জানিয়েছে, অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় অন্তত 300 টি পথ কুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে এবং তাদের মৃতদেহগুলিকে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে।

আমাদের দেশে বিভিন্ন শহরে এবং গ্রামাঞ্চলে থাকা রাস্তার কুকুরদের প্রায়ই নির্মম অত্যাচারের সম্মুখীন হতে হয়। এক শ্রেণীর বিকৃত মানসিকতার মানুষ পথ কুকুরদের ওপর নিষ্ঠুর অত্যাচার চালায়। কখনো ঢিল ছোঁড়া হয়, কখনো ফুটন্ত জল, আবার কখনো এসিড ঢেলে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অসহায়ভাবে মৃত্যুর কোলে ঢলে পরে এই প্রাণীগুলো । সারা বছরই এই ধরনের ঘটনার প্রতিবাদ করে থাকে পশুপ্রেমী সংগঠনগুলি।

গতকাল একটি পশুপ্রেমী সংগঠন অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার ধর্মাজিগুদেম থানায় অভিযোগ জানিয়ে বলেছে, তাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে যে গত মাসের 24 তারিখে লিঙ্গাপালেম গ্রামে 300টি পথ কুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছিল, তারপর তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। যারা এই নৃশংস কাণ্ডের সাথে যুক্ত আছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানিয়েছে ঐ পশু প্রেমী সংগঠনটি ।

Tuesday, July 13, 2021

লক ডাউনে পশুদের খাওয়াতে রাজ্যগুলির দ্বারস্থ AWBI

লক ডাউনে পশুদের খাওয়াতে রাজ্যগুলির দ্বারস্থ AWBI


পশু বসুন্ধরা, 13/07/2021 : করোনা আবহে দেশ জুড়ে লক ডাউন বা শাট ডাউন শুধুমাত্র মানুষের ক্ষতি করে নি। ক্ষতি করেছে পশুদেরও। পশু পাখীরা এই সময়কালে ঠিকমত খেতেই পায় নি। যার ফলে তাদের স্বাভাবিক  আচার ব্যবহারেও কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। 

লক ডাউনের সময় দেশের রেস্টুরেন্টগুলো ছিল বন্ধ। বাজারগুলো ছিল সীমিত সময়ের জন্যে খোলা। এর ফলে রাস্তায় থাকা কুকুর, বেড়ালরা ঠিক মত খাবার পায় নি। খেতে পায় নি পাখীরাও। দেশের বেশ কিছু শহরে বসবাস করে বাঁদর, হনুমান ও অন্যান্য প্রাণীরা। তারাও পায় নি পর্যাপ্ত খাবার। 

যদিও দেশের বেশ কিছু পশুপ্রেমী মানুষ ও সংগঠন লক ডাউনের বিধি নিষেধ এড়িয়ে প্রতিবেশি এলাকায় পথ পশুদের খাবার ও পথ্য দিতে সমর্থ হয়েছে। যার ফলে রাস্তায় থাকা এই পশুদের প্রাণ বেঁচে গিয়েছে। তবে প্রাণ বাঁচাতে পারে নি অনেকেই।

দেশের Animal welfare board কেন্দ্র সহ সব রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাছে পর্যাপ্ত তহবিল পাওয়ার জন্যে আবেদন জানিয়েছে, যাতে লক ডাউন চললেও দেশের সর ও গ্রামাঞ্চলে বসবাসকারী পশু ও পাখীরা খাবার খেতে পারে। একই দাবী করেছে PETA (People For Ethical Treatments For Animal). 

Thursday, May 27, 2021

নিজের পোষা কুকুরকে নির্যাতন, গ্রেপ্তার দিল্লীর ইউ টিউবার

 

নিজের পোষা কুকুরকে নির্যাতন, গ্রেপ্তার দিল্লীর ইউ টিউবার

পশু বসুন্ধরা, নতুন দিল্লী, ভারত, ২৭/০৫/২০২১ : পশু নির্যাতনের অভিযোগে আজ দিল্লীর এক ইউ টিউবারকে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ। ওই ইউ টিউবার নিজের পোষা কুকুরটিকে খেলাচ্ছলে নির্যাতন করছিলেন।

দিল্লীর ওই ইউ টিউবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় ওই ইউ টিউবার হিলিয়াম ভরা বেশ কয়েকটি বেলুনের সঙ্গে নিজের পোষা কুকুরকে বেঁধে আকাশে উড়িয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরেই বেলুন সহ ওই কুকুর ছানা নিচে নেমে আসছে, ফের তাকে আকাশের দিকে উড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এই ঘটনায় কুকুর শাবকটি ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে। আর ওই ইউ টিউবার ক্যামেরার সামনেই তার আমোদ পাওয়া আরও বেশি করে প্রকাশ করছেন। এই ভিডিওটি ওই ইউ টিউবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।

এই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও দেখে গর্জে ওঠেন নেটিজেনরা। প্রতিবাদে মুখের হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায় থাকা পশু প্রেমীরাও। সকলেই ওই ইউ টিউবারকে গ্রেপ্তার করার দাবী জানাতে থাকেন। শেষমেশ বিষয়টি পুলিশের নজরেও আসে। আর এর পরেই দিল্লী পুলিশ মালব্যনগর থানা এলাকা থেকে গৌরব শর্মা নামে ওই ইউ টিউবারকে ১৮৮ ধারায় গ্রেপ্তার করেছে। 

দিল্লী পুলিশ জানিয়েছে, গৌরব নামে ওই ইউ টিউবার দিল্লীর মালব্য নগর থানার অন্তর্গত পঞ্চশীল বিহার এলাকার বাসিন্দা। গৌরব জানিয়েছে, সে একজন ইউ টিউবার এবং সে ইউ টিউবে নিজের চ্যানেলে চমক দেওয়ার জন্যেই এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। ভিডিওটি শ্যুট করা হয়েছিল চলতি মাসের ২১ তারিখে। পুলিশ আরও তদন্ত করার জন্যে গৌরব শর্মাকে নিজেদের হেফাজতে নিয়েছে। 

Sunday, May 9, 2021

লক ডাউনে পথ পশুদের খাওয়াবে ওড়িশা সরকার

 

লক ডাউনে পথ পশুদের খাওয়াবে ওড়িশা সরকার

পশু বসুন্ধরা, ভুবনেশ্বর, ওড়িশা, ০৯/০৫/২০২১ : কোথাও লক ডাউন হলে সবচেয়ে বিপদে পড়ে যায় রাস্তায় থাকা পশুরা। সেই সময় তাদের মুখে খাবার তুলে দিতে একমাত্র পশুপ্রেমীরাই উদ্যোগ নিয়ে থাকে। কিন্তু ওড়িশায় এবার অন্য চিত্র দেখা গেল' লক ডাউনের সময় পথের পশুরা যাতে খাওয়া দাওয়া করে ভালভাবে বেঁচে থাকতে পারে, তার জন্যে উদ্যোগ নিল ওড়িশা সরকার নিজেই।

লক ডাউনের সময় পথে থাকা পশুরা যাতে খাওয়া দাওয়া করতে পারে তার জন্যে ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে  ওড়িশার নবীন পট্টনায়েক সরকার। এই উদ্দেশ্যে রাজ্যের ৫টি  কর্পোরেশন এলাকা, ৪৮টি মিউনিসিপাল এলাকা  এবং ৬১টি বিশেষ এলাকা বেছে নিয়েছে ওড়িশা সরকার। এই এলাকাগুলিতে লক ডাউনের সময় নিয়মিত খাবার দেওয়া হবে পথ পশুদের। লক ডাউনের সময় আর তাদের অভুক্ত থাকতে হবে না।

নবীন পট্টনায়েকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। লক ডাউনের সময় পথ পশুদের খাওয়ানোর জন্যে ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে ওড়িশা সরকার। ওড়িশা সরকার জানিয়েছে, এই টাকা আসবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। করোনার প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রেও ওড়িশা সরকার এগিয়ে রয়েছে কয়েক ধাপ। যেখানে অনেক রাজ্যে ঠিকমত প্রতিষেধক দেওয়াই সম্ভব হচ্ছে না, সেখানে ওড়িশায় ১৮ বছর থেকে হুরু করে ৪৪ বছর পর্যন্ত মানুষদের প্রতিষেধক দেওয়ার কাজ চলছে সফলভাবে। শুধু তাই নয়, অক্সিজেনের কোনোরকম অভাব সেভাবে চিন্তায় ফেলেনি ওড়িশা সরকারকে, উল্টে ওড়িশা বেশ কয়েকটি রাজ্যকে অক্সিজেন পাঠিয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Saturday, May 8, 2021

এটাওয়া সাফারি পার্কের সিংহীদের করোনা ধরা পড়ল

এটাওয়া  সাফারি পার্কের সিংহীদের করোনা ধরা পড়ল


পশু বসুন্ধরা, এটাওয়া , উত্তর প্রদেশ, ০৭/০৫/২০২১ : এতদিন মানুষের সংক্রমণের খবর পাওয়া গেলেও এবার সিংহদের মধ্যেও কোভিড ১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার  খবর পাওয়া গেল।

উত্তর প্রদেশের এটাওয়া  সাফারি পার্কের ডিরেক্টর একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, উত্তর প্রদেশের এটাওয়া  সাফারি পার্কে থাকা দুটি সিংহীর দেহে করোনা বা কোভিড ১৯ ভাইরাস পাওয়া গিয়েছে। এই দুই সিংহীর চিকিৎসা শুরু করেছেন বিশেষজ্ঞ পশু চিকিৎসকেরা। যদিও গতকাল সন্ধ্যে সাতটা পর্যন্ত ওই দুই সিংহীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে।

ওই বিবৃতি সূত্রে জানা গিয়েছে, এটাওয়া  সাফারি পার্কে থাকা জেনিফার নামে এক ৯ বছর বয়সী সিংহী এবং গৌরী নামে একটি ৪ বছরের সিংহীর শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এদের দুজনের শরীরেই ১০৪ এবং ১০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, দুজনেই জ্বরে ভুগছে। এদের জ্বরে ভোগার বিষয়টি সামনে এসেছিল গতমাসের ৩০ তারিখে। এরপর গত ৩ ও ৫ তারিখে এদের নমুনা সংগ্রহঃ করে পাঠানো হয়েছিল বেরিলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে (IVRI). এর প্রায়ই জানা যায় সিংহী দুটি করোনা রোগে সংক্ৰমিত হয়েছে।

দুটি সিংহীকেই আইসোলেশন নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা শুরু করা হয়েছে। কিন্তু কিভাবে এই সিংহী দুটি সংক্ৰমিত হল সেটাই ভাবাচ্ছে সাফারি পার্কের দায়িত্বে থাকা আধিকারিকদের। চলতি সপ্তাহের প্রথম দিকে হায়দ্রাবাদের ৮টি সিংহের নমুনা সংগ্ৰহ করে দেখা গিয়েছে তাদের দেহে সার্স কোভ ২ ভাইরাসের সংক্ৰমন রয়েছে। সেই খবরটিও আমরা প্রকাশ করেছিলাম।

Tuesday, March 16, 2021

পাকিস্তানে সিংহ শাবককে নিয়ে বিয়ের ফটোশুট, শাস্তির দাবী

পাকিস্তানে সিংহ শাবককে নিয়ে বিয়ের ফটোশুট, শাস্তির দাবী


পশু বসুন্ধরা, ইসলামাবাদ, পাকিস্তান, ১৬/০৩/২০২১ :  পাকিস্তানে পশু সংরক্ষণের রেকর্ড অত্যন্ত খারাপ, তাও তারা পশু সংরক্ষণের জন্যে এওয়ার্ড জিততে চায়. এবার বিয়ের আসরে একটি সিং শাবককে ব্যবহার করে ফটোশুট করায় নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হল পাকিস্তানকে। 
পাকিস্তান থেকে একটি বিয়েবাড়ির ফটোশুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যাচ্ছে বড় ও কনের মাঝে একটি সিংহ শাবককে শুইয়ে দেওয়া হয়েছে, তার দেহের ওপর দিয়ে বড় ও কনে নিজেদের হাত ধরে রয়েছে। কেন বিয়েবাইর ফটোশুটে একটি সিংহ শাবককে মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে ?  সেই নিয়েই সমালোচনার ঝড় উঠেছে সে দেশের পশুপ্রেমিকদের মধ্যে। ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও।



এইভাবে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে সিংহের মত কোনো পশুকে ব্যবহার করা যায় না. এই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন অনেকেই। লাহোরের একটি ফটো ষ্টুডিও এই ছবিটি ইনস্ট্রাগ্রামে পোস্ট করেছিল। ব্যবস্থা নেওয়ার ডায়াবে উঠেছে ওই স্টুডিওর বিরুদ্ধেও। ছবিতে সিংহ শাবককে অবসন্ন অবস্থায় দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ও শাবকটিকে মাদক দেওয়া হয়েছিল কিনা সেটাও তদন্ত করার ডায়াবে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 
জেএফকে এনিম্যাল রেসকিউ শেল্টার ও দম্পতির বিরুদ্ধে বন্য আইন ভঙ্গের জন্যে কড়া  শাস্তির দাবী তুলেছে।

Monday, March 8, 2021

এবার কেরালায় পোষা হাতিদের খাওয়াবে সরকার

এবার কেরালায় পোষা হাতিদের খাওয়াবে সরকার


পশু বসুন্ধরা, থ্রিসুর , কেরালা, ০৯/০৩/২০২১ : কেরালা সরকারের মনে হয়েছে, রাজ্যে করোনা আবহে গৃহপালিত হাতিগুলি ঠিকমত খাবার পাচ্ছে না। তাই এবার কেরালা সরকার গৃহপালিত হাতিদের খাবার জোগাতে মোট ৫ কোটি টাকা অনুদানের ব্যবস্থা করেছে। 

কেরালা সরকারের রেভিনিউ প্রিন্সিপাল সেক্রেটারি ভি বেনু ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ড থেকে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেরালার গৃহপালিত হাতিদের খাবার দেওয়ার জন্যে। কেরালা সরকার মনে করছে, রাজ্যে করোনা আবহে হাতির মালিকরা তাদের পোষা হাতিদের ঠিকমত খেতে দিতে পারছে না। তাই এই অনুদাদানের ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কেরালায় অনেক হাতি আছে, যাদেরকে গ্রামের মানুষ পোষেন এবং তাদেরকে ব্যবসার কাজেও লাগানো হয়। এই কেরালা রাজ্য থেকেই এর আগে বন্য হাতিদের ওপর নির্মম অত্যাচারের বহু ঘটনা প্রকাশ্যে এসেছে।

তবে শুধু হাতি বা অন্য কোনো বন্যপ্রাণীই  নয়, কেরালায় পথ কুকুরদের ওপরেও নির্মম অত্যাচারের ভুরি ভুরি ঘটনার কথাও প্রকাশ্যে এসেছে বহুবার। এবার সম্ভবত প্রায়শ্চিত্য করতে চলেছে কেরালা সরকার। গৃহপালিত হাতিরা কিছুদিন অন্তত পেট ভরে খেয়ে থাকতে পারবে কেরালায়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কেরালার হাতি মালিকদের সংগঠন। করোনা এবং লক ডাউনের জেরে এই হাতি মালিকদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে, যে প্রতিদিন তারা পোষ্য হাতিদের খোরাক জোগাড় করে উঠতে পারছিল না।

ট্রাকের চাকায় পিষ্ট বনশুকরের পরিবার

ট্রাকের চাকায় পিষ্ট বনশুকরের পরিবার


পশু বসুন্ধরা, নাগপুর, মহারাষ্ট্র, ০৯/০৩/২০২১ : দূরন্ত গতিতে ছুটে এসে একটি বন শূকর পরিবারকেই পিষে দিয়ে চলে গেল একটি খুনে গাড়ি।  মা শূকর ছাড়াও ছয় শাবক শুকরের মৃত্যু হয়েছে এই ঘটনায়। 

মহারাষ্ট্রের নাগপুরের কাছে অরণ্য লাগোয়া মহাসড়ক বল্লারপুর গোঁরপিঁপড়ী রোড।  দিনের বেলাতেই এই সড়ক ধরে উদ্দাম গতিতে ছুটে যায় গাড়িগুলি। রাতের বেলায় সেই গাড়িগুলির গতি বেড়ে যায় আরও কিছুটা। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই সড়কের এক পাশ থেকে অন্য পাশে অরণ্যপথ পার করছিল বন শুকরের একটি পরিবার। মা শুকরের সাথে ছিল তার ৬ শাবক।  কিন্তু রাতের অন্ধকারে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে সাত বন শূকরেরই। 

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অরণ্য লাগোয়া ওই সড়ক কিছুদিন আগেই কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছিল, যার ফলে গাড়ির গতিবেগ আরও বেড়ে গিয়েছে। এই ঘটনায় একটি Hit & Run কেস দায়ের করা হয়েছে। বন দপ্তর মনে করছে কোনো ভারী পণ্যবাহী গাড়ি এই পশুদের পিষে দিয়ে চলে গিয়েছে। ওই সড়কের ওপর ২০ মিটার জায়গা জুড়ে বন শুকরদের পিষে যাওয়া থেঁতলানো মৃতদেহগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যা দেখে অতি  কঠোর মনোভাবাপন্ন মানুষের চোখেও জল চলে আসে; কিন্তু সভ্য জগৎ বরাবরের  মত এবারেও চুপচাপ।

Monday, February 15, 2021

একই অরণ্যে পর পর হাতিদের মৃত্যুর কারন জানতে তৎপর ওড়িশা প্রশাসন

একই অরণ্যে পর পর হাতিদের মৃত্যুর কারন জানতে তৎপর ওড়িশা প্রশাসন


পশুবসুন্ধরা, ওড়িশা, ১৬/০২/২০২১ : ঠিক কি কারনে ওড়িশার অরণ্যে হাতিদের মৃত্যু হচ্ছে, তা খতিয়ে দেখতে এবার তৎপর হয়ে উঠল ওড়িশা প্রশাসন। 

গত  বেশ কিছুদিন ধরেই ওড়িশার কার্লাপাট  স্যাংচুয়ারিতে রহস্যজনকভাবে মৃত্যু হয়ে চলেছে হাতিদের।  কিন্তু ঠিক কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায় নি।. হাতিদের এই রহস্যজনক মৃত্যুর কারন খতিয়ে দেখতে আসরে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি আজ বন দপ্তরের আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন এবং বন দপ্তর ও পশু কল্যাণ দপ্তরের আধিকারিকদের যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি এও জানিয়েছেন, প্রয়োজনে এই ব্যাপারে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিশেষজ্ঞরা একসাথেই কাজ করে অরণ্যের গভীরে হাতিদের মৃত্যু রহস্য উদ্ঘাটন করুক।

গত দুই সপ্তাহে ওড়িশার কার্লাপাট  অভয়ারণ্যে বেশ কিছু হাতির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্যাসেচুরেলা মালটোসিডা নামক একধরনের ব্যাকটেরিয়ার আক্রমণেইসেপ্টিসেমিয়া হয়েই মৃত্যু হচ্ছে হাতিদের। ওই অরণ্যের গভীরে হাতিদের একটা গ্রূপেরই আটটি হাতি আক্রান্ত হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ছয়টি হাতির মৃত্যু হয়েছে এই রোগে। বন দপ্তরের আধিকারিকরা দেখতে চাইছেন কি থেকে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ছে গভীর অরণ্যে। এটা কি কোনো জলবাহিত রোগ ?  নাকি অন্যকিছু ?  এই রোগে শুধু হাতিরাই সংক্ৰমিত হচ্ছে নাকি অন্য পশুদের মধ্যেও ছড়িয়ে পড়েছে  এই রোগ ? 

প্রশ্ন উঠতে শুরু করেছে বন্য পশুদের জন্যে কতটা সুরক্ষিত ওড়িশার এই কার্লাপাট  অরণ্য ? মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বন্য পশুদের পাশাপাশি ওই অরণ্যের আশেপাশে থাকা গ্রামগুলিতে গবাদী পশুগুলির ওপরেও নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। কার্লাপাট  অরণ্যে তিনি বন্য পশুদের দ্রুত সুরক্ষা ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন।

Saturday, January 23, 2021

নৃশংস নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হাতির

নৃশংস নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হাতির


পশু বসুন্ধরা, নীলগিরি, তামিলনাড়ু, ২৩/০১/২০২১ : ফের নির্যাতনের শিকার প্রাণ হারাতে হল একটি পূর্ণবয়স্ক হাতিকে, ঘটনাস্থল সেই দক্ষিণ ভারত। ঘটনায় গ্রেপ্তার ২; 

বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, গত বছর নভেম্বর মাসে  দপ্তরের ৫০ বছর বয়স্ক একটি হাতি লোকালয়ের কাছে ঘুরে বেড়াচ্ছে, যার পিঠে কষ্ট ছিল. এই হাতিটিকে বনাঞ্চলে নিয়ে গিয়ে বন দপ্তরের কর্মীরা গত দুই মাস ধরে চিকিৎসা করছিল। চিকিত্সাকেই একটু একটু করে সুস্থ হয়ে উঠছিল ওই হাতিটি। কিন্তু সম্প্রতি হাতিটি বনাঞ্চল ছেড়ে লোকালয়ের দিকে চলে আসছিল। সম্ভবত অসুস্থ অবস্থায় খাবার ও জলের সন্ধানেই সে লোকালয়ের দিকে চলে আসছিল। কিছুদিন আগেই এই হাতিটিকে তাড়া  করেছিল গ্রামবাসীরা।

গতকাল রাত্রে ফের সেই হাতিটি বন ছেড়ে গ্রামের দিকে চলে আসতেই গ্রামবাসীরা তাকে তাড়া করে.  এই সময় কিছু ম,আনুষ টায়ারে আগুন জ্বালিয়ে তার দিকে ছুঁড়ে দেয়, সেই জ্বলন্ত টায়ার হাতিটির কানে আটকে যায়, কানে আটকে যাওয়া সেই জ্বলন্ত টায়ার নিয়েই হাতিটি আর্তনাদ করতে করতে ছুটি বেড়ায়। শেষ পর্যন্ত সেই আগুনেই অগ্নিদগ্ধ্ হয়ে মারা যায় হাতিটি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নীলগিরি পাহাড়ের কাছে তামিলনাড়ুর মূদুমালাই গ্রামে।

এই ঘটনায় আজ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ধৃতদের নাম প্রসাদ ও রিমান্ড। রিকি নামে আরও একজন এই ঘটনায় অভিযুক্ত, সে পলাতক। আজই  এদের আদালতে তোলা হয়েছিল, ধৃতদের সাত বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। মূদুমালাই  এলাকায় সচেতনতা শিবির চালানোর আয়োজন করেছে বন দপ্তর। 

Sunday, January 17, 2021

ঘুড়ির মাঞ্জায় আটকে জখম পাখিদের চিকিৎসায় শুরু হল শিবির

ঘুড়ির মাঞ্জায় আটকে জখম পাখিদের চিকিৎসায় শুরু হল শিবির


পশু বসুন্ধরা, ভাদোদরা, গুজরাট, ১৭/০১/২০২১ : ঘুড়ির  মাঞ্জায় জড়িয়ে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া পাখিদের চিকিৎসা করার জন্যে  ভাদোদরা ফরেস্ট রেঞ্জ চালু করল বিশেষ ক্যাম্প।

প্রতি বছর গুজরাট জুড়ে উত্তরায়ণ অনুষ্ঠান পালনের রেওয়াজ হিসেবে ঘুড়ি ওড়ানো হয় আকাশে। বেশ কিছু জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় হয় ঘটা করে। কিন্তু তাতে ক্ষতি হয় আকাশে উড়তে থাকা পাখিদের। অনেক ক্ষেত্রেই দেখা যায় কারোরডানা কাটা পড়েছে, কারোর পা কাটা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই পাখিগুলির মৃত্যু হয়। অথচ ঘুড়ি বিলাস বন্ধ হয় না। আকাশে উড়তে থাকা পাখিদের ঘুড়ির মাঞ্জা নজরে আসে না।

এবার ভাদোদরা ফরেস্ট রেঞ্জ নতুন করে শিবিরের আয়োজন করেছে যাতে ঘুড়ির মাঞ্জায় আটকে ক্ষতবিক্ষত পাখিগুলির শুশ্রসা করে তাদের প্রাণ বাঁচিয়ে দেওয়া যায়। বিশেষত পায়রা, চিল বা হাঁসের চিকিৎসা করা হচ্ছে শিবিরে। ভাদোদরা ফরেস্ট রেঞ্জের তরফ থেকে জানানো হয়েছে, "প্রতি বছর জানুয়ারি মাসের ১৪ তারিখে উত্তরায়ণ উপলক্ষে ঘুড়ি ওড়ানো হয়। সেই ঘুড়ির মাঞ্জায় আটকে বহু পাখির জখম হওয়ার খবর পাওয়া যায়, সেই জন্যেই এই শিবির শুরু করা হয়েছে।"


ভাদোদরা জেলায় এরকম মোট ৫০টি শিবিরের আয়োজন করা হয়েছে। গত ১০ থেকে ১৪ তারিখের মধ্যেই মোট ২৫৬টি পাখির চিকিৎসা করা হয়েছে ঐ শিবিরগুলিতে। বিভিন্ন গ্রামগুলি থেকে জখম হয়ে পড়ে থাকা পাখিদের খবর আসছে, বন দপ্তরের কর্মীরাই তাদেরকে উদ্ধার করে নিয়ে আসচ্ছে শিবিরগুলোতে। অবশ্য সম্প্রতি বার্ড ফ্লু-এর সতর্কতা এবং গাইডলাইন্স শিবিরগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে, যে কারনে কর্মীরা পিপিই কিট পরে কাজ করছেন। স্থানীয় এনজিওগুলিও বনদপ্তরের কাজে সহায়তার জন্যে এগিয়ে এসেছে।