Monday, March 8, 2021

ট্রাকের চাকায় পিষ্ট বনশুকরের পরিবার

ট্রাকের চাকায় পিষ্ট বনশুকরের পরিবার


পশু বসুন্ধরা, নাগপুর, মহারাষ্ট্র, ০৯/০৩/২০২১ : দূরন্ত গতিতে ছুটে এসে একটি বন শূকর পরিবারকেই পিষে দিয়ে চলে গেল একটি খুনে গাড়ি।  মা শূকর ছাড়াও ছয় শাবক শুকরের মৃত্যু হয়েছে এই ঘটনায়। 

মহারাষ্ট্রের নাগপুরের কাছে অরণ্য লাগোয়া মহাসড়ক বল্লারপুর গোঁরপিঁপড়ী রোড।  দিনের বেলাতেই এই সড়ক ধরে উদ্দাম গতিতে ছুটে যায় গাড়িগুলি। রাতের বেলায় সেই গাড়িগুলির গতি বেড়ে যায় আরও কিছুটা। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই সড়কের এক পাশ থেকে অন্য পাশে অরণ্যপথ পার করছিল বন শুকরের একটি পরিবার। মা শুকরের সাথে ছিল তার ৬ শাবক।  কিন্তু রাতের অন্ধকারে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে সাত বন শূকরেরই। 

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অরণ্য লাগোয়া ওই সড়ক কিছুদিন আগেই কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছিল, যার ফলে গাড়ির গতিবেগ আরও বেড়ে গিয়েছে। এই ঘটনায় একটি Hit & Run কেস দায়ের করা হয়েছে। বন দপ্তর মনে করছে কোনো ভারী পণ্যবাহী গাড়ি এই পশুদের পিষে দিয়ে চলে গিয়েছে। ওই সড়কের ওপর ২০ মিটার জায়গা জুড়ে বন শুকরদের পিষে যাওয়া থেঁতলানো মৃতদেহগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যা দেখে অতি  কঠোর মনোভাবাপন্ন মানুষের চোখেও জল চলে আসে; কিন্তু সভ্য জগৎ বরাবরের  মত এবারেও চুপচাপ।

No comments:

Post a Comment