Saturday, January 23, 2021

নৃশংস নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হাতির

নৃশংস নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হাতির


পশু বসুন্ধরা, নীলগিরি, তামিলনাড়ু, ২৩/০১/২০২১ : ফের নির্যাতনের শিকার প্রাণ হারাতে হল একটি পূর্ণবয়স্ক হাতিকে, ঘটনাস্থল সেই দক্ষিণ ভারত। ঘটনায় গ্রেপ্তার ২; 

বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, গত বছর নভেম্বর মাসে  দপ্তরের ৫০ বছর বয়স্ক একটি হাতি লোকালয়ের কাছে ঘুরে বেড়াচ্ছে, যার পিঠে কষ্ট ছিল. এই হাতিটিকে বনাঞ্চলে নিয়ে গিয়ে বন দপ্তরের কর্মীরা গত দুই মাস ধরে চিকিৎসা করছিল। চিকিত্সাকেই একটু একটু করে সুস্থ হয়ে উঠছিল ওই হাতিটি। কিন্তু সম্প্রতি হাতিটি বনাঞ্চল ছেড়ে লোকালয়ের দিকে চলে আসছিল। সম্ভবত অসুস্থ অবস্থায় খাবার ও জলের সন্ধানেই সে লোকালয়ের দিকে চলে আসছিল। কিছুদিন আগেই এই হাতিটিকে তাড়া  করেছিল গ্রামবাসীরা।

গতকাল রাত্রে ফের সেই হাতিটি বন ছেড়ে গ্রামের দিকে চলে আসতেই গ্রামবাসীরা তাকে তাড়া করে.  এই সময় কিছু ম,আনুষ টায়ারে আগুন জ্বালিয়ে তার দিকে ছুঁড়ে দেয়, সেই জ্বলন্ত টায়ার হাতিটির কানে আটকে যায়, কানে আটকে যাওয়া সেই জ্বলন্ত টায়ার নিয়েই হাতিটি আর্তনাদ করতে করতে ছুটি বেড়ায়। শেষ পর্যন্ত সেই আগুনেই অগ্নিদগ্ধ্ হয়ে মারা যায় হাতিটি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নীলগিরি পাহাড়ের কাছে তামিলনাড়ুর মূদুমালাই গ্রামে।

এই ঘটনায় আজ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ধৃতদের নাম প্রসাদ ও রিমান্ড। রিকি নামে আরও একজন এই ঘটনায় অভিযুক্ত, সে পলাতক। আজই  এদের আদালতে তোলা হয়েছিল, ধৃতদের সাত বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। মূদুমালাই  এলাকায় সচেতনতা শিবির চালানোর আয়োজন করেছে বন দপ্তর। 

Sunday, January 17, 2021

ঘুড়ির মাঞ্জায় আটকে জখম পাখিদের চিকিৎসায় শুরু হল শিবির

ঘুড়ির মাঞ্জায় আটকে জখম পাখিদের চিকিৎসায় শুরু হল শিবির


পশু বসুন্ধরা, ভাদোদরা, গুজরাট, ১৭/০১/২০২১ : ঘুড়ির  মাঞ্জায় জড়িয়ে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া পাখিদের চিকিৎসা করার জন্যে  ভাদোদরা ফরেস্ট রেঞ্জ চালু করল বিশেষ ক্যাম্প।

প্রতি বছর গুজরাট জুড়ে উত্তরায়ণ অনুষ্ঠান পালনের রেওয়াজ হিসেবে ঘুড়ি ওড়ানো হয় আকাশে। বেশ কিছু জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় হয় ঘটা করে। কিন্তু তাতে ক্ষতি হয় আকাশে উড়তে থাকা পাখিদের। অনেক ক্ষেত্রেই দেখা যায় কারোরডানা কাটা পড়েছে, কারোর পা কাটা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই পাখিগুলির মৃত্যু হয়। অথচ ঘুড়ি বিলাস বন্ধ হয় না। আকাশে উড়তে থাকা পাখিদের ঘুড়ির মাঞ্জা নজরে আসে না।

এবার ভাদোদরা ফরেস্ট রেঞ্জ নতুন করে শিবিরের আয়োজন করেছে যাতে ঘুড়ির মাঞ্জায় আটকে ক্ষতবিক্ষত পাখিগুলির শুশ্রসা করে তাদের প্রাণ বাঁচিয়ে দেওয়া যায়। বিশেষত পায়রা, চিল বা হাঁসের চিকিৎসা করা হচ্ছে শিবিরে। ভাদোদরা ফরেস্ট রেঞ্জের তরফ থেকে জানানো হয়েছে, "প্রতি বছর জানুয়ারি মাসের ১৪ তারিখে উত্তরায়ণ উপলক্ষে ঘুড়ি ওড়ানো হয়। সেই ঘুড়ির মাঞ্জায় আটকে বহু পাখির জখম হওয়ার খবর পাওয়া যায়, সেই জন্যেই এই শিবির শুরু করা হয়েছে।"


ভাদোদরা জেলায় এরকম মোট ৫০টি শিবিরের আয়োজন করা হয়েছে। গত ১০ থেকে ১৪ তারিখের মধ্যেই মোট ২৫৬টি পাখির চিকিৎসা করা হয়েছে ঐ শিবিরগুলিতে। বিভিন্ন গ্রামগুলি থেকে জখম হয়ে পড়ে থাকা পাখিদের খবর আসছে, বন দপ্তরের কর্মীরাই তাদেরকে উদ্ধার করে নিয়ে আসচ্ছে শিবিরগুলোতে। অবশ্য সম্প্রতি বার্ড ফ্লু-এর সতর্কতা এবং গাইডলাইন্স শিবিরগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে, যে কারনে কর্মীরা পিপিই কিট পরে কাজ করছেন। স্থানীয় এনজিওগুলিও বনদপ্তরের কাজে সহায়তার জন্যে এগিয়ে এসেছে।