Monday, August 2, 2021

অন্ধ্রে 300 পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ

অন্ধ্রে 300 পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ


পশু বসুন্ধরা, 02/08/2021 : পশুদের ওপর নির্মম অত্যাচারের আরও একটি নিদর্শন সামনে এল। একটি পশুপ্রেমী সংগঠন অভিযোগ জানিয়েছে, অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় অন্তত 300 টি পথ কুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে এবং তাদের মৃতদেহগুলিকে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে।

আমাদের দেশে বিভিন্ন শহরে এবং গ্রামাঞ্চলে থাকা রাস্তার কুকুরদের প্রায়ই নির্মম অত্যাচারের সম্মুখীন হতে হয়। এক শ্রেণীর বিকৃত মানসিকতার মানুষ পথ কুকুরদের ওপর নিষ্ঠুর অত্যাচার চালায়। কখনো ঢিল ছোঁড়া হয়, কখনো ফুটন্ত জল, আবার কখনো এসিড ঢেলে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অসহায়ভাবে মৃত্যুর কোলে ঢলে পরে এই প্রাণীগুলো । সারা বছরই এই ধরনের ঘটনার প্রতিবাদ করে থাকে পশুপ্রেমী সংগঠনগুলি।

গতকাল একটি পশুপ্রেমী সংগঠন অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার ধর্মাজিগুদেম থানায় অভিযোগ জানিয়ে বলেছে, তাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে যে গত মাসের 24 তারিখে লিঙ্গাপালেম গ্রামে 300টি পথ কুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছিল, তারপর তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। যারা এই নৃশংস কাণ্ডের সাথে যুক্ত আছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানিয়েছে ঐ পশু প্রেমী সংগঠনটি ।

No comments:

Post a Comment