Monday, March 8, 2021

এবার কেরালায় পোষা হাতিদের খাওয়াবে সরকার

এবার কেরালায় পোষা হাতিদের খাওয়াবে সরকার


পশু বসুন্ধরা, থ্রিসুর , কেরালা, ০৯/০৩/২০২১ : কেরালা সরকারের মনে হয়েছে, রাজ্যে করোনা আবহে গৃহপালিত হাতিগুলি ঠিকমত খাবার পাচ্ছে না। তাই এবার কেরালা সরকার গৃহপালিত হাতিদের খাবার জোগাতে মোট ৫ কোটি টাকা অনুদানের ব্যবস্থা করেছে। 

কেরালা সরকারের রেভিনিউ প্রিন্সিপাল সেক্রেটারি ভি বেনু ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ড থেকে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেরালার গৃহপালিত হাতিদের খাবার দেওয়ার জন্যে। কেরালা সরকার মনে করছে, রাজ্যে করোনা আবহে হাতির মালিকরা তাদের পোষা হাতিদের ঠিকমত খেতে দিতে পারছে না। তাই এই অনুদাদানের ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কেরালায় অনেক হাতি আছে, যাদেরকে গ্রামের মানুষ পোষেন এবং তাদেরকে ব্যবসার কাজেও লাগানো হয়। এই কেরালা রাজ্য থেকেই এর আগে বন্য হাতিদের ওপর নির্মম অত্যাচারের বহু ঘটনা প্রকাশ্যে এসেছে।

তবে শুধু হাতি বা অন্য কোনো বন্যপ্রাণীই  নয়, কেরালায় পথ কুকুরদের ওপরেও নির্মম অত্যাচারের ভুরি ভুরি ঘটনার কথাও প্রকাশ্যে এসেছে বহুবার। এবার সম্ভবত প্রায়শ্চিত্য করতে চলেছে কেরালা সরকার। গৃহপালিত হাতিরা কিছুদিন অন্তত পেট ভরে খেয়ে থাকতে পারবে কেরালায়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কেরালার হাতি মালিকদের সংগঠন। করোনা এবং লক ডাউনের জেরে এই হাতি মালিকদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে, যে প্রতিদিন তারা পোষ্য হাতিদের খোরাক জোগাড় করে উঠতে পারছিল না।

No comments:

Post a Comment