Tuesday, July 13, 2021

লক ডাউনে পশুদের খাওয়াতে রাজ্যগুলির দ্বারস্থ AWBI

লক ডাউনে পশুদের খাওয়াতে রাজ্যগুলির দ্বারস্থ AWBI


পশু বসুন্ধরা, 13/07/2021 : করোনা আবহে দেশ জুড়ে লক ডাউন বা শাট ডাউন শুধুমাত্র মানুষের ক্ষতি করে নি। ক্ষতি করেছে পশুদেরও। পশু পাখীরা এই সময়কালে ঠিকমত খেতেই পায় নি। যার ফলে তাদের স্বাভাবিক  আচার ব্যবহারেও কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। 

লক ডাউনের সময় দেশের রেস্টুরেন্টগুলো ছিল বন্ধ। বাজারগুলো ছিল সীমিত সময়ের জন্যে খোলা। এর ফলে রাস্তায় থাকা কুকুর, বেড়ালরা ঠিক মত খাবার পায় নি। খেতে পায় নি পাখীরাও। দেশের বেশ কিছু শহরে বসবাস করে বাঁদর, হনুমান ও অন্যান্য প্রাণীরা। তারাও পায় নি পর্যাপ্ত খাবার। 

যদিও দেশের বেশ কিছু পশুপ্রেমী মানুষ ও সংগঠন লক ডাউনের বিধি নিষেধ এড়িয়ে প্রতিবেশি এলাকায় পথ পশুদের খাবার ও পথ্য দিতে সমর্থ হয়েছে। যার ফলে রাস্তায় থাকা এই পশুদের প্রাণ বেঁচে গিয়েছে। তবে প্রাণ বাঁচাতে পারে নি অনেকেই।

দেশের Animal welfare board কেন্দ্র সহ সব রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাছে পর্যাপ্ত তহবিল পাওয়ার জন্যে আবেদন জানিয়েছে, যাতে লক ডাউন চললেও দেশের সর ও গ্রামাঞ্চলে বসবাসকারী পশু ও পাখীরা খাবার খেতে পারে। একই দাবী করেছে PETA (People For Ethical Treatments For Animal).