Monday, February 15, 2021

একই অরণ্যে পর পর হাতিদের মৃত্যুর কারন জানতে তৎপর ওড়িশা প্রশাসন

একই অরণ্যে পর পর হাতিদের মৃত্যুর কারন জানতে তৎপর ওড়িশা প্রশাসন


পশুবসুন্ধরা, ওড়িশা, ১৬/০২/২০২১ : ঠিক কি কারনে ওড়িশার অরণ্যে হাতিদের মৃত্যু হচ্ছে, তা খতিয়ে দেখতে এবার তৎপর হয়ে উঠল ওড়িশা প্রশাসন। 

গত  বেশ কিছুদিন ধরেই ওড়িশার কার্লাপাট  স্যাংচুয়ারিতে রহস্যজনকভাবে মৃত্যু হয়ে চলেছে হাতিদের।  কিন্তু ঠিক কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায় নি।. হাতিদের এই রহস্যজনক মৃত্যুর কারন খতিয়ে দেখতে আসরে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি আজ বন দপ্তরের আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন এবং বন দপ্তর ও পশু কল্যাণ দপ্তরের আধিকারিকদের যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি এও জানিয়েছেন, প্রয়োজনে এই ব্যাপারে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিশেষজ্ঞরা একসাথেই কাজ করে অরণ্যের গভীরে হাতিদের মৃত্যু রহস্য উদ্ঘাটন করুক।

গত দুই সপ্তাহে ওড়িশার কার্লাপাট  অভয়ারণ্যে বেশ কিছু হাতির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্যাসেচুরেলা মালটোসিডা নামক একধরনের ব্যাকটেরিয়ার আক্রমণেইসেপ্টিসেমিয়া হয়েই মৃত্যু হচ্ছে হাতিদের। ওই অরণ্যের গভীরে হাতিদের একটা গ্রূপেরই আটটি হাতি আক্রান্ত হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ছয়টি হাতির মৃত্যু হয়েছে এই রোগে। বন দপ্তরের আধিকারিকরা দেখতে চাইছেন কি থেকে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ছে গভীর অরণ্যে। এটা কি কোনো জলবাহিত রোগ ?  নাকি অন্যকিছু ?  এই রোগে শুধু হাতিরাই সংক্ৰমিত হচ্ছে নাকি অন্য পশুদের মধ্যেও ছড়িয়ে পড়েছে  এই রোগ ? 

প্রশ্ন উঠতে শুরু করেছে বন্য পশুদের জন্যে কতটা সুরক্ষিত ওড়িশার এই কার্লাপাট  অরণ্য ? মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বন্য পশুদের পাশাপাশি ওই অরণ্যের আশেপাশে থাকা গ্রামগুলিতে গবাদী পশুগুলির ওপরেও নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। কার্লাপাট  অরণ্যে তিনি বন্য পশুদের দ্রুত সুরক্ষা ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন।