Thursday, May 27, 2021

নিজের পোষা কুকুরকে নির্যাতন, গ্রেপ্তার দিল্লীর ইউ টিউবার

 

নিজের পোষা কুকুরকে নির্যাতন, গ্রেপ্তার দিল্লীর ইউ টিউবার

পশু বসুন্ধরা, নতুন দিল্লী, ভারত, ২৭/০৫/২০২১ : পশু নির্যাতনের অভিযোগে আজ দিল্লীর এক ইউ টিউবারকে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ। ওই ইউ টিউবার নিজের পোষা কুকুরটিকে খেলাচ্ছলে নির্যাতন করছিলেন।

দিল্লীর ওই ইউ টিউবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় ওই ইউ টিউবার হিলিয়াম ভরা বেশ কয়েকটি বেলুনের সঙ্গে নিজের পোষা কুকুরকে বেঁধে আকাশে উড়িয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরেই বেলুন সহ ওই কুকুর ছানা নিচে নেমে আসছে, ফের তাকে আকাশের দিকে উড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এই ঘটনায় কুকুর শাবকটি ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে। আর ওই ইউ টিউবার ক্যামেরার সামনেই তার আমোদ পাওয়া আরও বেশি করে প্রকাশ করছেন। এই ভিডিওটি ওই ইউ টিউবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।

এই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও দেখে গর্জে ওঠেন নেটিজেনরা। প্রতিবাদে মুখের হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায় থাকা পশু প্রেমীরাও। সকলেই ওই ইউ টিউবারকে গ্রেপ্তার করার দাবী জানাতে থাকেন। শেষমেশ বিষয়টি পুলিশের নজরেও আসে। আর এর পরেই দিল্লী পুলিশ মালব্যনগর থানা এলাকা থেকে গৌরব শর্মা নামে ওই ইউ টিউবারকে ১৮৮ ধারায় গ্রেপ্তার করেছে। 

দিল্লী পুলিশ জানিয়েছে, গৌরব নামে ওই ইউ টিউবার দিল্লীর মালব্য নগর থানার অন্তর্গত পঞ্চশীল বিহার এলাকার বাসিন্দা। গৌরব জানিয়েছে, সে একজন ইউ টিউবার এবং সে ইউ টিউবে নিজের চ্যানেলে চমক দেওয়ার জন্যেই এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। ভিডিওটি শ্যুট করা হয়েছিল চলতি মাসের ২১ তারিখে। পুলিশ আরও তদন্ত করার জন্যে গৌরব শর্মাকে নিজেদের হেফাজতে নিয়েছে। 

Sunday, May 9, 2021

লক ডাউনে পথ পশুদের খাওয়াবে ওড়িশা সরকার

 

লক ডাউনে পথ পশুদের খাওয়াবে ওড়িশা সরকার

পশু বসুন্ধরা, ভুবনেশ্বর, ওড়িশা, ০৯/০৫/২০২১ : কোথাও লক ডাউন হলে সবচেয়ে বিপদে পড়ে যায় রাস্তায় থাকা পশুরা। সেই সময় তাদের মুখে খাবার তুলে দিতে একমাত্র পশুপ্রেমীরাই উদ্যোগ নিয়ে থাকে। কিন্তু ওড়িশায় এবার অন্য চিত্র দেখা গেল' লক ডাউনের সময় পথের পশুরা যাতে খাওয়া দাওয়া করে ভালভাবে বেঁচে থাকতে পারে, তার জন্যে উদ্যোগ নিল ওড়িশা সরকার নিজেই।

লক ডাউনের সময় পথে থাকা পশুরা যাতে খাওয়া দাওয়া করতে পারে তার জন্যে ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে  ওড়িশার নবীন পট্টনায়েক সরকার। এই উদ্দেশ্যে রাজ্যের ৫টি  কর্পোরেশন এলাকা, ৪৮টি মিউনিসিপাল এলাকা  এবং ৬১টি বিশেষ এলাকা বেছে নিয়েছে ওড়িশা সরকার। এই এলাকাগুলিতে লক ডাউনের সময় নিয়মিত খাবার দেওয়া হবে পথ পশুদের। লক ডাউনের সময় আর তাদের অভুক্ত থাকতে হবে না।

নবীন পট্টনায়েকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। লক ডাউনের সময় পথ পশুদের খাওয়ানোর জন্যে ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে ওড়িশা সরকার। ওড়িশা সরকার জানিয়েছে, এই টাকা আসবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। করোনার প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রেও ওড়িশা সরকার এগিয়ে রয়েছে কয়েক ধাপ। যেখানে অনেক রাজ্যে ঠিকমত প্রতিষেধক দেওয়াই সম্ভব হচ্ছে না, সেখানে ওড়িশায় ১৮ বছর থেকে হুরু করে ৪৪ বছর পর্যন্ত মানুষদের প্রতিষেধক দেওয়ার কাজ চলছে সফলভাবে। শুধু তাই নয়, অক্সিজেনের কোনোরকম অভাব সেভাবে চিন্তায় ফেলেনি ওড়িশা সরকারকে, উল্টে ওড়িশা বেশ কয়েকটি রাজ্যকে অক্সিজেন পাঠিয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Saturday, May 8, 2021

এটাওয়া সাফারি পার্কের সিংহীদের করোনা ধরা পড়ল

এটাওয়া  সাফারি পার্কের সিংহীদের করোনা ধরা পড়ল


পশু বসুন্ধরা, এটাওয়া , উত্তর প্রদেশ, ০৭/০৫/২০২১ : এতদিন মানুষের সংক্রমণের খবর পাওয়া গেলেও এবার সিংহদের মধ্যেও কোভিড ১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার  খবর পাওয়া গেল।

উত্তর প্রদেশের এটাওয়া  সাফারি পার্কের ডিরেক্টর একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, উত্তর প্রদেশের এটাওয়া  সাফারি পার্কে থাকা দুটি সিংহীর দেহে করোনা বা কোভিড ১৯ ভাইরাস পাওয়া গিয়েছে। এই দুই সিংহীর চিকিৎসা শুরু করেছেন বিশেষজ্ঞ পশু চিকিৎসকেরা। যদিও গতকাল সন্ধ্যে সাতটা পর্যন্ত ওই দুই সিংহীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে।

ওই বিবৃতি সূত্রে জানা গিয়েছে, এটাওয়া  সাফারি পার্কে থাকা জেনিফার নামে এক ৯ বছর বয়সী সিংহী এবং গৌরী নামে একটি ৪ বছরের সিংহীর শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এদের দুজনের শরীরেই ১০৪ এবং ১০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, দুজনেই জ্বরে ভুগছে। এদের জ্বরে ভোগার বিষয়টি সামনে এসেছিল গতমাসের ৩০ তারিখে। এরপর গত ৩ ও ৫ তারিখে এদের নমুনা সংগ্রহঃ করে পাঠানো হয়েছিল বেরিলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে (IVRI). এর প্রায়ই জানা যায় সিংহী দুটি করোনা রোগে সংক্ৰমিত হয়েছে।

দুটি সিংহীকেই আইসোলেশন নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা শুরু করা হয়েছে। কিন্তু কিভাবে এই সিংহী দুটি সংক্ৰমিত হল সেটাই ভাবাচ্ছে সাফারি পার্কের দায়িত্বে থাকা আধিকারিকদের। চলতি সপ্তাহের প্রথম দিকে হায়দ্রাবাদের ৮টি সিংহের নমুনা সংগ্ৰহ করে দেখা গিয়েছে তাদের দেহে সার্স কোভ ২ ভাইরাসের সংক্ৰমন রয়েছে। সেই খবরটিও আমরা প্রকাশ করেছিলাম।