Tuesday, August 31, 2021

অরণ্যে চরম খাদ্য সঙ্কটে বিলুপ্তপ্রায় ম্যাকক বানর

অরণ্যে চরম খাদ্য সঙ্কটে বিলুপ্তপ্রায় ম্যাকক বানর


পশু বসুন্ধরা, 01/09/2021 : ভারতের পশ্চিমঘাট পর্বতে রীতিমত অনাহারে দিন কাটাচ্ছে বিলুপ্তপ্রায় ম্যাকক (সিংহের মত লেজযুক্ত) বানরের দল। একটু খাবারের জন্যে তাদের নির্ভর করতে হচ্ছে পর্যটকদের জন্যে।

কর্নাটকের শিবমগ্গা অঞ্চলে রেন ফরেস্টে বসবাস করে ম্যাকক প্রজাতির বানর (Lion tailed macaque)।  এরা স্থানীয় গাছের ছায়ায় থাকতে ভালবাসে। কিন্তু দিনকেদিন অরণ্যের পরিধি এবং স্থানীয় গাছের সংখ্যা কমে যাওয়ায় এই প্রজাতির বানর চরম বিপদে পড়েছে। অরণ্যের মধ্যে তারা একেবারেই খাবার পাচ্ছে না। তাই অরণ্যের মধ্যে দিয়ে যাওয়া রাস্তাগুলিতে তাদেরকে ভীড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই এলাকায় রাস্তায় বেশ কিছু হেয়ার পিন বেন্ড রয়েছে। সেখানে গাড়িগুলির গতিবেগ কমে যায়। পর্যটকেরা কিছু খাবার ছুঁড়ে দিলে সেই খাবার খেয়েই পেট ভরাতে হয় ঐ বানরদের। 


শিবমগ্গার অরণ্যে পশুদের এমন করুন অবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পরিবেশবীদরা। এই প্রজাতির বানর এমনিতেই বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছে। অরণ্যের পরিধি ছোট হতে শুরু করায় খাদ্যের ব্যাপক অভাব দেখা দিয়েছে। যে স্থানীয় গাছের ছাওয়ায় এই প্রজাতির বানর  বসবাস করতে ভালবাসে, সেই ধরনের গাছ ব্যাপক হারে কেটে নেওয়া হয়েছে। পরিবার্তে সরকার বাবলা ও অন্যান্য গাছ সেখানে লাগিয়েছে। 

তাছাড়া এই প্রজাতির বানর খুব বেশি হিংস্র নয়, বরং একটু লাজুক প্রকৃতির। তবে বর্তমানে এরা চরম বিপদে দিন কাটাচ্ছে। পেট ভরানোর জন্যে পর্যটকদের ছুঁড়ে দেওয়া চিপসএর প্যাকেটের ওপর নির্ভর করতে হচ্ছে। তার ওপর রাজ্য সরকার ঐ এলাকায় পর্যটকদের গাড়ি না থামানোর নির্দেশ দিয়েছে। কিন্তু বানরদের জন্যে পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে পারে নি। তাই চরম খাদ্য সঙ্কটে ভুগছে ম্যাকক বানররা।

No comments:

Post a Comment