Tuesday, March 16, 2021

পাকিস্তানে সিংহ শাবককে নিয়ে বিয়ের ফটোশুট, শাস্তির দাবী

পাকিস্তানে সিংহ শাবককে নিয়ে বিয়ের ফটোশুট, শাস্তির দাবী


পশু বসুন্ধরা, ইসলামাবাদ, পাকিস্তান, ১৬/০৩/২০২১ :  পাকিস্তানে পশু সংরক্ষণের রেকর্ড অত্যন্ত খারাপ, তাও তারা পশু সংরক্ষণের জন্যে এওয়ার্ড জিততে চায়. এবার বিয়ের আসরে একটি সিং শাবককে ব্যবহার করে ফটোশুট করায় নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হল পাকিস্তানকে। 
পাকিস্তান থেকে একটি বিয়েবাড়ির ফটোশুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যাচ্ছে বড় ও কনের মাঝে একটি সিংহ শাবককে শুইয়ে দেওয়া হয়েছে, তার দেহের ওপর দিয়ে বড় ও কনে নিজেদের হাত ধরে রয়েছে। কেন বিয়েবাইর ফটোশুটে একটি সিংহ শাবককে মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে ?  সেই নিয়েই সমালোচনার ঝড় উঠেছে সে দেশের পশুপ্রেমিকদের মধ্যে। ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও।



এইভাবে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে সিংহের মত কোনো পশুকে ব্যবহার করা যায় না. এই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন অনেকেই। লাহোরের একটি ফটো ষ্টুডিও এই ছবিটি ইনস্ট্রাগ্রামে পোস্ট করেছিল। ব্যবস্থা নেওয়ার ডায়াবে উঠেছে ওই স্টুডিওর বিরুদ্ধেও। ছবিতে সিংহ শাবককে অবসন্ন অবস্থায় দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ও শাবকটিকে মাদক দেওয়া হয়েছিল কিনা সেটাও তদন্ত করার ডায়াবে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 
জেএফকে এনিম্যাল রেসকিউ শেল্টার ও দম্পতির বিরুদ্ধে বন্য আইন ভঙ্গের জন্যে কড়া  শাস্তির দাবী তুলেছে।

No comments:

Post a Comment