Tuesday, August 17, 2021

বাড়িতে পোষ্য নিয়ে এলে দায় দায়িত্ব বুঝে নিন

বাড়িতে পোষ্য নিয়ে এলে দায় দায়িত্ব বুঝে নিন


পশু বসুন্ধরা, 18/08/2021 : বাড়িতে পোষ্য আনতে পারলে সকলেরই ভাল লাগে। পরিবারে পোষ্যের উপস্থিতি মন ভাল রাখে। কিন্তু পোষ্যকে শুধু পরিবারের মাঝে আনলেই চলবে না। নিতে হবে যথাযথ দায় দায়িত্ব। তাকে প্রথম দিন থেকেই পরিবারের অন্যতম সদস্য হিসেবে প্রাধান্য দিতে হবে। তবেই পোষ্যটির উপস্থিতি উপভোগ্য হয়ে উঠবে।

কি কি ধরনের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে ?

প্রথমত, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় তাকে দিতে হবে।আজকের দিনে মানুষ অনেক বেশি কর্মব্যস্ত। অনেকেই মোবাইল ফোনে দিনের অনেকটা সময় কাটান। আপনার পোষ্য কিন্তু আপনার সঙ্গ চাইবেই। কারন সে আপনাকে নি:স্বার্থ ভালবাসে। তাই উচিত হবে দিনের কোনো একতা সময় আপনার পোষ্যকে দেওয়া। তার সাথে সময় কাটানো, তার সাথে খেলা করা। বাড়ির কোনো একটি বিশেষ প্রান্তে তাকে নিয়ে চলে যেতে পারেন।

দ্বিতীয়ত, আপনাকে নজর দিতে হবে যাতে ছোট থেকেই আপনার পোষ্য ভালোভাবে বেড়ে উঠতে পারে। তার জন্য যেমন সুষম খাদ্যের ডায়েট দরকার, তেমন দরকার তার ব্যায়াম। দৌড় ঝাঁপ, লাফালাফি ইত্যাদির মাধ্যমেই তার ব্যায়াম করা হয়ে যায়। আপনাকে লক্ষ্য রাখতে হবে তার ব্যায়াম প্রতিদিন হচ্ছে কিনা। এর পাশাপাশি তার সুষম খাদ্য বা ডায়েটের দিকেও নজর রাখতে হবে। এই বিষয়টা সম্পর্কে একজন পশু চিকিত্সকের থেকে পরামর্শ গ্রহণ করাই উচিত হবে। পোষ্যের নিয়মিত ভ্যাকসিন এবং অন্যান্য ওষুধপত্র দিতে হবে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ।


তৃতীয়ত, আপনার পোষ্য আপনাকে 100% বিশ্বাস করে যে আপনি তার পুরো নিরাপত্তার ব্যাবস্থা করেছেন। আপনার পোষ্যকে নিরাপদ জায়গায় রাখুন, যাতে সে নিরাপদ থাকে। তার ধারে কাছে এমন কিছু জিনিস রাখবেন না, যা থেকে তার ক্ষতি হতে পারে। এমন কিছু বিষাক্ত দ্রব্যও রাখবেন না যা সে খেয়ে ফেলতে পারে।

চতুর্থত, আপনার পোষ্যকে এমন শাসন করবেন না যা তার মনোবল নষ্ট করে দিতে পারে। আপনার পোষ্যকে এমনভাবে বকাবকি করতে পারেন, যাতে সে তার দশ বা ভুল বুঝতে পারে। অযথা তাকে প্রহার করবেন না বা কঠোর শাস্তি দেবেন না। আপনার পোষ্য আপনার সঙ্গ চায়, তাই তাকে একা একা বারান্দা বা ছাদে বেঁধে রেখে দেবেন না বেশিক্ষনের জন্যে।

পঞ্চমত:, সাধারণত কুকুরদের ক্ষেত্রে 3 থেকে 5 মাসের মধ্যেই ট্রেনিং দেওয়া হয়। আপনার পোষ্যকে অবশ্যই ট্রেনিং দেবেন। তাতে সারাজীবন তার সঙ্গ অনেক বেশি এবং ভালোভাবে উপভোগ করতে পারবেন। শুধু তাই নয় বেড়াতে বেরিয়ে তাকে অন্যান্য প্রজাতির কুকুরদের সাথে মিশ্টে দিয়ে সোশ্যাল করে তোলা উচিত হবে।


যখন আপনি আপনার পোষ্যকে নিয়ে বেড়াতে যাবেন, তখন সঙ্গে একটি প্লাস্টিকের প্যাকেট, ট্রে বা পুরোন খবরের কাগজ রাখতে পারলে ভাল হয়। বাইরে বের হলে আপনার পোষ্য মলত্যাগ করবেই। সেই মল প্যাকেটের মধ্যে তুলে ফেলে ডাস্ট বিনে ফেলে দিলে পরিবেশও পরিস্কার থাকবে।

পরিশেষে বলা যায়, আপনার পোষ্য সবথেকে বেশি যে জিনিসটা আপনার থেকে চায়, সেটা হল ভালবাসা। সে আপনাকে নিখাদ ভালবাসা দেয়, পরিবর্তে সেই রকম নিখাদ ভালবাসাই প্রত্যাশা করে। যখন সে কোনো নির্দেশ নির্ভুলভাবে পালন করবে হালকাভাবে তার পিঠ চাবরে উইশ করে দিন। মাঝে মাঝে তার মাথায়, ঘাড়ে এবং পেটের নিচে হাত বুলিয়ে আদর করে দিন। কুকুররা কানে আদর খেতে সবচেয়ে বেশি ভালবাসে।

No comments:

Post a Comment