Wednesday, September 23, 2020

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু দেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু


পশু বসুন্ধরা, রায়গড়, ছত্তিশগড়, ২৩/০৯/২০২০ :  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যুর খবর পাওয়া গেল। এবার ঘটনাস্থল ছত্তিশগড় রাজ্যের রায়গড় জেলা।

আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড় রাজ্যের রায়গড় জেলার ধর্মজয়গর গ্রামের কাছে।  মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বনকর্মীরা ।

বনকর্মীরা জানিয়েছেন, "ধর্মজয়গর গ্রামের কাছেই খাবারের খোঁজে অরণ্য থেকে বেরিয়ে এসে খোলা মাঠের ধরে একটি ফার্ম হাউসের খুব কাছাকাছি চলে এসেছিল ওই হাতিটি। ফার্ম হাউসের চারদিকে যে পাঁচিল ছিল, সেই পাঁচিলের গা ঘেঁষে লাগানো ছিল খোলা ইলেক্ট্রিকের তার আর সেই তারে দেওয়া ছিল হাই ভোল্টেজ বিদ্যুৎ। সেই তারের সংস্পর্শে আসতেই হাতিটির মৃত্যু হয়েছে।"

বন্ কর্মীরা ওই হাতির মৃতদেহ ময়না তদন্তের জন্যে নিয়ে গিয়েছেন। বনকর্মীরা জানিয়েছেন, মাঠের ধরে ফার্ম হাউসে অবৈধভাবে বিদ্যুতের বেড়া দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ বেআইনি। এই ব্যাপারে বনকর্মীরা তদন্ত করে দেখছেন । তাঁরা জানিয়েছেন দোষী প্রমাণিত হলে অপরাধী ছাড়া পাবে না। যে হাতিটি মারা গিয়েছে সেই হাতির বয়স ৩০ বছর বলে জানিয়েছেন বন কর্মীরা। গত ৩ মাসে ছত্তিশগড় রাজ্যে বিভিন্ন কারনে মোট ৯টি হাতির মৃত্যু হল এই হাতিটিকে নিয়ে। এর আগেও ছত্তিশগড়ে এভাবেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। 

সৌজন্যে : ANI