Saturday, August 7, 2021

পথ পশুদের উত্যক্ত করা বন্ধ হোক : AWBI

পথ পশুদের উত্যক্ত করা বন্ধ হোক : AWBI


পশু বসুন্ধরা, 07/08/2021 : আমাদের দেধে পথ সারমেয় সহ অন্যান্য পশুদের ওপর নিষ্ঠুরতা বন্ধ করতে ফের একবার সাধারন মানুষকে সচেষ্ট হওয়ার আহ্বান জানাল Animal Welfare Board Of India. এই ব্যাপারে বিভিন্ন রাজ্যগুলির কি কি করণীয় আছে, সেই বিষয়েও এক গুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছে এই সংস্থা।

আমাদের দেশে পথে বসবাসকারী কুকুর, বেড়াল এমনকি বাঁদরের ওপরেও যখন তখন অত্যাচার চালায় এক শ্রেণীর মানুষ। পশু প্রেমীরা এই পশুদের খাবার দিতে গেলেও আক্রান্ত হতে থাকেন। এই অত্যাচার বন্ধ করতে কিছুদিন আগেই দেশের সর্বোচ্য আদালত তাদের রায়ে জানিয়েছে পথে বসবাসকারী সব পশুদের খাওয়ার অধিকার আছে। জে কেউ তাদের খাবার দিতে পারে। তবে দেখতে হবে সেই খাবার দিতে গিয়ে সমাজের কেউ যেন সমস্যায় না পড়েন বা কোনো জায়গা যেন নোংরা করা না হয়।

পথ কুকুরদের ওপর অত্যাচার ও নিষ্ঠুরতা বন্ধ করতে Animal Welfare Board Of India আজ একটি নির্দেশিকা জারি করে রাজ্যগুলিকে পাঠিয়ে দিয়েছে। এই নির্দেশিকায় অনেক বেশি করে সচেতনতা শিবির আয়োজন করার কথা বলা হয়েছে। এবং সচেতনতা শুরু করতে হবে তৃণমূল স্তর থেকেই, এমনটা বলা হয়েছে। এ জন্য রাজ্য সরকারের ভারপ্রাপ্ত আধিকারিকদের বিশেষ ট্রেনিং দেওয়ার ব্যাবস্থাও করা হবে বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment