Saturday, January 23, 2021

নৃশংস নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হাতির

নৃশংস নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হাতির


পশু বসুন্ধরা, নীলগিরি, তামিলনাড়ু, ২৩/০১/২০২১ : ফের নির্যাতনের শিকার প্রাণ হারাতে হল একটি পূর্ণবয়স্ক হাতিকে, ঘটনাস্থল সেই দক্ষিণ ভারত। ঘটনায় গ্রেপ্তার ২; 

বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, গত বছর নভেম্বর মাসে  দপ্তরের ৫০ বছর বয়স্ক একটি হাতি লোকালয়ের কাছে ঘুরে বেড়াচ্ছে, যার পিঠে কষ্ট ছিল. এই হাতিটিকে বনাঞ্চলে নিয়ে গিয়ে বন দপ্তরের কর্মীরা গত দুই মাস ধরে চিকিৎসা করছিল। চিকিত্সাকেই একটু একটু করে সুস্থ হয়ে উঠছিল ওই হাতিটি। কিন্তু সম্প্রতি হাতিটি বনাঞ্চল ছেড়ে লোকালয়ের দিকে চলে আসছিল। সম্ভবত অসুস্থ অবস্থায় খাবার ও জলের সন্ধানেই সে লোকালয়ের দিকে চলে আসছিল। কিছুদিন আগেই এই হাতিটিকে তাড়া  করেছিল গ্রামবাসীরা।

গতকাল রাত্রে ফের সেই হাতিটি বন ছেড়ে গ্রামের দিকে চলে আসতেই গ্রামবাসীরা তাকে তাড়া করে.  এই সময় কিছু ম,আনুষ টায়ারে আগুন জ্বালিয়ে তার দিকে ছুঁড়ে দেয়, সেই জ্বলন্ত টায়ার হাতিটির কানে আটকে যায়, কানে আটকে যাওয়া সেই জ্বলন্ত টায়ার নিয়েই হাতিটি আর্তনাদ করতে করতে ছুটি বেড়ায়। শেষ পর্যন্ত সেই আগুনেই অগ্নিদগ্ধ্ হয়ে মারা যায় হাতিটি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নীলগিরি পাহাড়ের কাছে তামিলনাড়ুর মূদুমালাই গ্রামে।

এই ঘটনায় আজ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ধৃতদের নাম প্রসাদ ও রিমান্ড। রিকি নামে আরও একজন এই ঘটনায় অভিযুক্ত, সে পলাতক। আজই  এদের আদালতে তোলা হয়েছিল, ধৃতদের সাত বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। মূদুমালাই  এলাকায় সচেতনতা শিবির চালানোর আয়োজন করেছে বন দপ্তর। 

No comments:

Post a Comment