Tuesday, August 17, 2021

দাবানলে নিহত 60 হাজার কোয়ালা

দাবানলে নিহত 60 হাজার কোয়ালা


পশু বসুন্ধরা, 18/08/2021 : অষ্ট্রেলিয়ার ঝোপ জঙ্গল দাবানলের কবলে পড়ে অন্তত 60 হাজার কোয়ালার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডাবলু ডাবলু এফ। 

অষ্ট্রেলিয়ায় শুকনো ঝোপ জঙ্গলে আগুন লেগে ধিকি ধিকি দাবানল ছড়িয়েছে বহুদূর পর্যন্ত। অন্ততপক্ষে অষ্ট্রেলিয়ার প্রায় আড়াই কোটি হেক্টর জমির জঙ্গল নষ্ট হয়ে গিয়েছে। মাইলের পর মাইল জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এত বড় বিপর্যয়কে অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ব্ল্যাক সামার নামে ভূষিত করেছেন। 


এই দাবানলে বিভিন্ন প্রজাতির অসংখ্য প্রাণীর মৃত্যু হয়েছে। 33 জন মানুষের মৃত্যু হয়েছে। অন্ততপক্ষে 60 হাজার কোয়ালার মৃত্যু হয়েছে। বহু কোয়ালা উদ্ভ্রান্তের মত বিভিন্ন শহরের পথে পথে ঘুরে বেড়াচ্ছে। দীর্ঘদিন ধরেই অষ্ট্রেলিয়ায় কোয়ালাদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছিল। দেশে বন কেটে চাষের জমি বৃদ্ধি পাচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে। শহর গড়ে উঠছে। যার ফলে এমনিতেই কমে আসছিল নিরীহ কোয়ালাদের সংখ্যা। তার মধ্যেই ব্ল্যাক সামার সংখ্যায় অনেকটাই কমিয়ে দিল তাদের। এরপর অতি বিরল তালিকায় না চলে যায় কোয়ালা ।

No comments:

Post a Comment