Sunday, October 3, 2021

গর্তে পড়ে যাওয়া হাতিকে কোনোক্রমে উদ্ধার করল বন দপ্তর

গর্তে পড়ে যাওয়া হাতিকে কোনোক্রমে উদ্ধার করল বন দপ্তর


পশু বসুন্ধরা, 04/10/2021 : রাতভর চেষ্টা করে ওড়িশার ময়ূরভঞ্জ অরণ্যের কাছে গড়তে পড়ে যাওয়া একটি হাতিকে উদ্ধার করল বন দপ্তর।

গত শনিবার রাতে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাংরিপোসি রেঞ্জের কাছে টেম্বাটোলা গ্রামে ঢুকে পড়েছিল বেশ কয়েকটি বুনো হাতির একটি দল। হাতির পাল গ্রামে ঢুকতেই ভয়ে পালাতে শুরু করে গ্রামবাসীরা। হাতির ভয়ে বিনিদ্র রাত্রি যাপন করে গ্রামবাসীরা।


মধ্যরাতের দিকে কিছু গ্রামবাসী হাতি খেদানোর জন্য হাতিদের তাড়া করে। সেই সময় অল্প বয়সী একটি হাতি একটি গর্তে পড়ে যায় এবং ব্যাপক চীৎকার করতে থাকে। সে নিজেও গর্ত থেকে উঠে পড়ার নানান চেষ্টা করতে থাকে কিন্তু ব্যর্থ হয়। 

এরপর খবর যায় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা এসে হাতিটিকে উদ্ধারের কাজে হাত লাগান। দুরে দাঁড়িয়ে থেকে হাতিদের বাকি দলটি সঙ্গীর জন্যে অপেক্ষা করতে থাকে। 

ঘটনাস্থলে নিয়ে আসা হয় জেসিবি মেশিন। জ্বালানো হয় বড় বড় আলো। এরপর রাতভর প্রচেষ্টার পর গর্তে পড়ে যাওয়া হাতিটিকে অক্ষত্দেহে উদ্ধার করেন বনকর্মীরা।