Wednesday, November 16, 2022

অরণ্য ছেড়ে গ্রামের পথে 5টি গন্ডার

অরণ্য ছেড়ে গ্রামের পথে 5টি গন্ডার


আজ খবর (বাংলা), গুয়াহাটি, আসাম, 17/11/2022 : অন্তত পাঁচটি একশৃঙ্গ গন্ডার কাজিরাঙ্গা অরণ্য থেকে বাইরে বেরিয়ে এসে আশপাশের গ্রামগুলির কাছে অবস্থান করছে বলে জানিয়েছে আসামের বন দপ্তর। 

আসামের বন দপ্তর ও কাজিরাঙ্গা অরণ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অন্ততপক্ষে পাঁচটি এক শৃঙ্গ গন্ডার কাজিরাঙ্গা অরণ্য থেকে বাইরে বেরিয়ে এসেছে এবং সেগুলি আশেপাশে গ্রাম বা লোকালয়ের কাছে আশ্রয় নিয়েছে। অরণ্য ছেড়ে বেরিয়ে গ্রামের কাছে চলে আসায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে গ্রামবাসীদের।

বন দপ্তর সূত্রে জানানো হয়েছে অরণ্য ছেড়ে বেরিয়ে আসা গন্ডারগুলির ওপর নজর রাখা হচ্ছে। দিবারাত্রি তাদের ওপর নজরদারি চালানো হচ্ছে। এদের মধ্যে একটি গন্ডার এখন কেরেলা চাপোরি এলাকায় আশ্রয় নিচ্ছে। গতকাল এই গন্ডারটি মাজর চাপোরি, মালয়া চাপোরি এবং কুলি চাপোরি এলাকায় ঘুরে ঘুরে বেরিয়েছে। 

পাঁচটি গন্ডারই অরণ্য ছেড়ে বেরিয়ে মাজুলিতে প্রবেশ করেছে আর এর মধ্যে দুটি গন্ডার পশ্চিম অভিমুখে রওনা দিয়েছে। বাকি তিনটিও অগ্রসর হচ্ছে বিভিন্ন গ্রামের দিকে। এই ঘটনায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে।

No comments:

Post a Comment