Wednesday, July 20, 2022

এক রাত্রেই ৩ কুমীর উদ্ধার ভাদোদরা থেকে

এক রাত্রেই ৩ কুমীর উদ্ধার ভাদোদরা থেকে


পশু বসুন্ধরা, ২০/০৭/২০২২ : গতকাল রাত্রে গুজরাটের ভদোদরা শহরের তিনটি আলাদা জায়গা থেকে  তিনটি কুমীর  উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ঐ  কুমীরগুলিকে তুলে দেওয়া হয়েছে বন দপ্তরের হাতে।

প্রথম ঘটনাটি ৪৮ নম্বর জাতীয় সড়কের ওপর জাম্বুয়া এলাকায়। সেভ ওয়াইল্ড লাইফ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল থেকে একটি আট ফুট লম্বা কুমিরকে উদ্ধার করে. ঐ কুমিরটিকে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি আর ট্র্যাফিক জ্যামের মধ্যেই পশুপ্রেমী সংগঠনের কর্মীদের উদ্ধারকাজ চালিয়ে যেতে হয়.

দ্বিতীয় ঘটনাটি সায়াজি ব্যাগ এলাকায়।  এখানে গতকাল গভীর রাতে বন্যপ্রাণ প্রেমী হেমন্ত বধওয়ানা একটি কুমীর উদ্ধার করেন, যেটি লম্বায় ৩ ফুট. এই কুমিরটি বিশ্বামিত্রি  নদীর একটি ধারা থেকে উদ্ধার করা হয়েছে। নদীর ঐ  ধারা একটি উদ্যানকে স্পর্শ করে গিয়েছে। সেখান থেকেই হেমন্ত ঐ  কুমিরটিকে উদ্ধার করেন এবং বন দপ্তরের হাতে তুলে দেন.

সায়াজি গঞ্জ থেকে গতকাল আরও একটি কুমীর শাবককে উদ্ধার করা হয়েছে। নদী থেকে উঠে ঐ কুমীর শাবক পরশুরাম কলোনীর মধ্যে ঢুকে পড়েছিল। ঐ  নদীর জল এখন অতি  বৃষ্টির কারণে ১৫ ফুট ওপর দিয়ে বইছে। সূত্র মারফত খবর পেয়ে ওয়াইল্ড লাইফ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা কুমীর শাবকটিকে উদ্ধার করেন এবং তারপর সেটিকে তুলে দেন বন দপ্তরের হাতে।



No comments:

Post a Comment