Friday, March 11, 2022

3 গন্ডার শাবককে কাজিরাঙ্গা থেকে পাঠানো হল চিড়িয়াখানায়

3 গন্ডার শাবককে কাজিরাঙ্গা থেকে পাঠানো হল চিড়িয়াখানায়


পশু বসুন্ধরা, দিসপুর, আসাম, 11/03/2022 : আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্য থেকে তিনটি গন্ডার শাবককে শেষ পর্যন্ত চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া  হল। 

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে 2019 সালের ভয়াবহ বন্যায় তিনটি গন্ডার শাবককে উদ্ধার করেছিল বন দপ্তর। এই তিন গন্ডার শাবককে উদ্ধার করা হয়েছিল কাজিরাঙ্গা অভয়ারণ্যের কোহরা, বিশ্বনাথ এবং অগ্রতুলি এলাকাগুলি থেকে। তিনটি গন্ডার শাবককেই আলাদা আলাদা জায়গা থেকে ব্যাপক অসুস্থ অবস্থায় উদ্ধার করেছিলেন আসামের বন দপ্তরের কর্মীরা।

তিনটি গন্ডার শাবকের চিকিৎসা চলছিল। এরা তিনজনই মা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এদেরকে উদ্ধার করে নিয়ে আসার পর দীর্ঘদিন চিকিৎসা চালানো হচ্ছিল। এখন এদের বয়স 3-4 বছর। কিন্তু এদের আরও ভালভাবে চিকিৎসা করা দরকার রয়েছে। তাই এই তিন গন্ডার শাবকদের কড়া নিরাপত্তা দিয়ে কাজিরাঙ্গা অভয়ারণ্য থেকে নিয়ে আসা হল গুয়াহাটির অসম স্টেট জু বা চিড়িয়াখানায়। এখন থেকে এদের এখানেই চিকিৎসা করা হবে। ডাক্তাররা জানিয়েছেন, এই মুহুর্তে গন্ডার শাবকগুলি কিছুটা অচৈতন্য অবস্থায় রয়েছে।

No comments:

Post a Comment