Monday, January 17, 2022

অবোলাদের ভাষা হয়ে উঠুন তরুন ফরেস্ট অফিসাররা : বন মন্ত্রী

অবোলাদের ভাষা হয়ে উঠুন তরুন ফরেস্ট অফিসাররা : বন মন্ত্রী


পশু বসুন্ধরা (বাংলা), নতুন দিল্লী, ভারত, 18/01/2022 : যাঁরা নতুন ফরেস্ট অফিসার হিসেবে কাজ করতে আসছেন তাঁদেরকে অবোলা পশুদের ধ্বনি হয়ে উঠতে হবে বলে মন্তব্য করলেন দেশের বন ও পরিবেশ মন্ত্রী ভুপেন্দর যাদব।

দেরাদুনের ইন্দিরা গান্ধী ন্যাশানাল ফরেস্ট একাডেমীতে 2020 ব্যাচের ইণ্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) ট্রেনিদের প্রশিক্ষণ চলছে। সেই হবু অফিসারদের সাথে ভার্চুযালি কথা বলছিলেন দেশের বন ও পরিবেশ মন্ত্রী ভুপেন্দর যাদব। 

তরুন অফিসারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, "পশুরা কথা বলতে পারে না। তাই তাদের মুখের বক্তব্য দেশ জানতে পারবে এই তরুন অফিসারদের মাধ্যমেই। পশুদের মুখের ভাষা হয়ে উঠুন। পরিবেশকে রক্ষা করুন। জীব বৈচিত্রের সাম্যতা রক্ষা করুন। অরণ্যকে রক্ষা করুন। বন্য পশুদের রক্ষা করুন। এমন কিছু করুন যাতে আপনাদের দেখে বনের আশেপাশে থাকা গ্রামের সাধারন মানুষও অনুপ্রাণিত হয়। এর জন্যে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাদের।"

No comments:

Post a Comment