Wednesday, June 10, 2020

কুয়ার মধ্যে চিতাবাঘকে উদ্ধার করা হল তিন ঘন্টায়

কুয়ার মধ্যে চিতাবাঘকে উদ্ধার করা হল তিন ঘন্টায়

পশু বসুন্ধরা, ছোট উদেপুর, গুজরাট, ১০/০৬/২০২০ :  আজ সকালে গুজরাটের ছোট উদেপুর গ্রামে একটি কুয়ার মধ্যে একটি চিতাবাঘ পড়ে যায়, দীর্ঘ  প্রচেষ্টার পর সেই চিতাবাঘকে উদ্ধার করেন  গুজরাটের বন দপ্তরের কর্মীরা।
আজ সকালে গ্রামবাসীরা কুয়া থেকে জল তুলতে গিয়ে দেখেন কুয়ার মধ্যে একটি চিতাবাঘ পড়ে গিয়েছে। গ্রামবাসীদের দিকে অসহায়ভাবে তাকিয়েছিল সেই চিতাবাঘটি। ৫০ ফুট গভীর ওই কুয়ার মধ্যে একটি লোহার রডের ওপর সে বসে ছিল। 'কুয়ায় বাঘ পড়েছে' খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। প্রচুর গ্রামবাসী চিতাবাঘ দেখতে হাজির হন। ইতিমধ্যে খবর যায় বন দপ্তরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান বন দপ্তরের কর্মীরা।
কুয়ার ধরে পৌঁছে বন দপ্তরের কর্মীরা একটি মই সিঁড়ি সঙ্গে দড়ি দিয়ে কুয়ায় মধ্যে ঝুলিয়ে দেন। তার আগে কুয়ার ধার থেকে অবশ্য গ্রামবাসীদের ভিড় সরিয়ে দেওয়া হয়েছিল। বন দপ্তরের ঝুলিয়ে দেওয়া মই সিঁড়ি বেয়ে স্ত্রী চিতাবাঘটি সাবধানে ওপরে উঠে আসে। কিন্তু তারপর এতটুকু সময় নষ্ট না করে সে ছুটে অরণ্যে ঢুকে যায়। তিন  ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে স্ত্রী চিতাবাঘটিকে উদ্ধার করেন বন কর্মীরা। 

সৌজন্যে : ANI

No comments:

Post a Comment